জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তার সন্তান দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম এবং হাতীবান্ধা উপজেলার মুক্তিযোদ্ধা মৃত আবুল কাশেমের সন্তান নূর ই ইলাহির উপর বর্বরোচিত হামলার ঘটনায় নিন্দা জানিয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টম্বর) দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও বাংলাদেশ সংসদ সন্তান কমান্ড।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড হাতীবান্ধা উপজেলা শাখার আহবায়ক রোকনুজ্জামান সোহেলের সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আঃ জব্বার, সদস্য সচিব আবুল কালাম, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বসুননিয়া, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর কারমাইকেল কলেজ শাখার যুগ্ম আহবায়ক আজিজুল বারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাজন, নির্যাতন এর স্বীকার বীর মুক্তিযোদ্ধা মৃত আবুল কাশেমের সন্তান নুর ই এলাহী। বক্তারা, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওযাহিদা খানম ও হাতীবান্ধ উপজেলার বীর মুক্তিযোদ্ধা মৃত আবুল কাশেমের ছেলে নুর ই ইলাহির উপর হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
Discussion about this post