দৈনিক বার্তাঃ ঢাকা- ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের সলপ স্টেশনে আন্ত: নগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেস এবং একটি যাত্রীবাহী নসিমনের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পর ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে পড়ায় দূর্ভোগে পড়েছ প্রায় ৫ শতাধিক যাত্রী। দূর্ঘটনার পর থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণ বংেগর সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও রেল কর্তৃপক্ষ জানায়, আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটার সময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেস সলপ স্টেশনে পৌছার পূর্বেই একটি অরক্ষিত রেলগেটে একটি নসিমন রেললাইনের উপরে উঠে বিকল হয়ে পড়ে। ট্রেনের আসার শব্দ পেয়ে নসিমন চালকসহ অন্যান্য যাত্রীরা নসিমন থেকে নেমে যায়। কিন্তু এ সময় নসিমনের সাথে ট্রেনের সংঘর্ষ বাধলে ট্রেনের ইঞ্জিনের হোস পাইপটি ফেটে যায়। এতে ট্রেনটি সলপ স্টেশনের কাছে বিকল হয়ে পড়ে। তবে কেউ হতাহত হয়নি। রেলের সিনিয়র সাব এ্যাসিষ্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ওয়ে) আব্দুল মান্নান জানান, এই বিকল ইঞ্জিনটি সরিয়ে নেয়ার জন্য ইতিমধ্যেই ঢাকা থেকে একটি ট্রেন রওনা হয়েছে। বিকল ইঞ্জিনটি সরিয়ে নেয়ার পর এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।