দৈনিক বার্তা- ঢাকা: সরকারি চাকরীজীবী ৩৫ জনের মুক্তিযোদ্ধা গেজেট ও সনদ বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে তা গেজেটে প্রকাশের জন্য পাঠানো হয়েছে বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুলস অব বিজনেস এর ১৯৯৬ সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস) এর তালিকা ৪১ এর ৬ নং ক্রমিক ক্ষমতাবলে মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সলিমুল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। বাতিল করাদের মধ্যে ৩০ জনকে এনএসআই ও ২ জনকে জেলা প্রশাসক এর প্রতিবেদন, ২ জনের উপযুক্ত বয়স না হওয়ায় এবং ১ জনের দুইটি সনদ থাকায় গেজেট ও সনদ বাতিল করা হয়েছে বলে জানানো হয়। এনএসআই ও জেলা প্রশাসকের প্রতিবেদন অনুযায়ী গেজেট বাতিল করা ৩২ জন মুক্তিযুদ্ধে অংশ গ্রহণের স্বপক্ষে কোন গ্রহণযোগ্য দালিলিক প্রমাণাদি বা কোন গ্রহণযোগ্য তথ্য দিতে না পারায় তাঁদের মুক্তিযোদ্ধা দাবির বিষয়টি প্রমাণিত হয়নি বলে উল্লেখ করা হয়েছে।
ইতোপূর্বে ১১৬ জনের গেজেট ও মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে বলে জানায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।