দৈনিকবার্তা-ঢাকা,৩০ নভেম্বর ২০১৪: দেশের ৬৪টি জেলার ৭১টি ব্যান্ডের একটি করে মোট ৭১টি দেশাত্মবোধক গান নিয়ে সাজানো হয়েছে একটি মিশ্র অ্যালবাম৷ এর নাম রাখা হয়েছে আমাদের ৭১৷ আগামী ২৬ ডিসেম্বর ধানমন্ডিতে এর প্রকাশনা অনুষ্ঠান হবে৷
এই অ্যালবামের উদ্যোক্তা দূরবীন ব্যান্ডের গায়ক শহিদ তিন বছর ধরে কাজ করছেন এটি নিয়ে৷ তিনি বলেন, ‘অনেক প্রতিকূলতা পেরিয়ে ও পরিশ্রম করে আমরা অ্যালবামের কাজ শেষ করতে পেরেছি৷ এটি বাজারে আনছে দূরবীন ইন্টারটেইনমেন্ট৷জানা গেছে, দেশের সব জেলা থেকে নির্বাচিত বিভিন্ন ব্যান্ডের গান রয়েছে অ্যালবামটিতে৷ এ ছাড়া অবসকিউর আর ডিফারেন্ট টাচ ব্যান্ডেরও একটি করে গান থাকছে৷ আমাদের ৭১ উত্সর্গ করা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের৷