দৈনিকবার্তা-ঢাকা, ১৬ ডিসেম্বর: গৌরবময় বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
মঙ্গলবার সকালে সূর্যোদয়ের প্রাক্কালে তারা এ শ্রদ্ধা জানান৷ ভোর ৬টা ২২ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ৬টা ৩০ মিনিটে রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্মৃতিসৌধের ভেতরে প্রবেশ করেন৷ ৬টা ৩৪ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শহীদদে প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি৷ এর পরপরই প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন৷ এসময় বিউগলে বেজে উঠে করুণ সুর৷ তিনবাহিনীর একটি সুসজ্জিত দল তাদের গার্ড অব অনার প্রদান করে৷শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন৷
রাষ্ট্রপতি আবদুল হামিদ ৪৪তম বিজয় দিবস পালন উপলৰে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পসত্মবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করেছেন৷রাষ্ট্রপতি সকাল ৬টা ৩৪ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পসত্মবক অর্পণ করেন৷পুষ্পসত্মবক অর্পণের পর রাষ্ট্রপতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন৷স্মৃতিসৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়৷ এসময় বিউগলে করুণ সুর বেজে উঠে৷এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রীবৃন্দ, সংসদের বিরোধীদলীয় নেতা, প্রতিমন্ত্রীবৃন্দ, তিনবাহিনীর প্রধানগণ, সংসদ সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা, কূটনীতিক, বিভিন্ন উন্নয়ন অংশীদারদের প্রতিনিধি এবং উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা৷
রাষ্ট্রপতি আবদুল হামিদ জাতীয় স্মৃতিসৌদ্ধ প্রাঙ্গণে রাখা পরিদর্শক বইতে স্বাৰর করেন৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৪তম বিজয় দিবস পালন উপলক্ষে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পসত্মবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন৷পুষ্পসত্মবক অর্পণের পর প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুৰণ নিরবে দাঁড়িয়ে থাকেন৷স্মৃতিসৌদ্ধ বেদীতে ফুলদিয়ে শ্রদ্ধা জানানোর সময় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়৷ এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দলের পক্ষ থেকেও বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পসত্মবক অর্পণ করেন৷ সাভারে পুষ্পসত্মবক অর্পণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধানগণ, সংসদ সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা, কূটনীতিক, বিভিন্ন উন্নয়ন অংশীদারদের প্রতিনিধি এবং উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা৷
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ৪৪তম মহান বিজয় দিবসে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পসত্মবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন৷পুষ্পসত্মবক অর্পণের পর প্রধানমন্ত্রী এই মহান নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন৷বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে দলের নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে আরো একবার পুষ্পসত্মবক অর্পণ করেন৷
এ সময় অন্যান্যের মধ্যে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চোধুরী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এবং দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন৷
পরে প্রধানমন্ত্রী ৪৮তম বিজয় দিবস উপলক্ষে তাঁর সরকারি বাসভবনে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকেট ও একই মূল্যমানের একটি উদ্বোধনী খাম উন্মোচন করেন৷এছাড়া তিনি ৪৪তম বিজয় দিবস উপলকে৷ষ ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও উন্মোচন করেন৷প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার, প্রেস সচিব একেএম শামীম চৌধুরীও বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক নায়েব দেলোয়ার হোসেন এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন৷৬টা ৪২ মিনিটে রাষ্ট্রপতি ও ৬টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন৷ তাদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয়৷রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়৷ মঙ্গলবার ভোর রাত থেকেই স্মৃতিসৌধ এলাকাসহ ঢাকা-আরিচা মহাসড়ক নিরাপত্তার চাদরে ডেকে দেয়া হয়৷