দৈনিকবার্তা-ঢাকা, ১৮ ডিসেম্বর: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক পটুয়াখালীর মো. ফোরকান মলি্লকের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনাল৷বৃহস্পতিবার ট্রাইবু্যনাল-২ এর চেয়ারম্যান ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইবু্যনাল এ আদেশ দেন৷ ফোরকান মলি্লকের বিরুদ্ধে প্রসিকিউশনের আনীত আটটি অভিযোগের মধ্যে পাচঁটি অভিযোগ নিয়ে এ অভিযোগ গঠন করে আদালত৷ এতে হত্যা, নির্যাতন, ধর্ষণসহ মানবাতবিরোধী অপরাধে বিচার শুরু হয়৷ আগামী ১৯ জানুয়ারি তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সুচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যনাল৷এ সময় প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল, আবুল কালাম উপস্থিত ছিলেন৷ অন্যদিকে ফোরকান মলি্লকের পক্ষে উপস্থিত ছিলেন তার আইনজীবী আব্দুস ছালাম খান৷ এ সময় আসামি ফোরকান মলি্লককে ট্রাইবু্যনাল জিজ্ঞেস করেন আপনি দোষী না নির্দোষী৷ ফোরকান মলি্লক তখন নিজেকে নির্দোষ দাবি করেন৷ ট্রাইবু্যনালে ফোরকান মলি্লকের বিরুদ্ধে আটটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল৷ একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ ও অগি্নসংযোগের দায়ে ২০০৯ সালের ২১ জুলাই ফোরকানের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় আবদুল হামিদ নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন৷ ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়৷এর আগে গত ২৫ জুন মো. ফোরকান মোলি্লককে বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে পটুয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা৷ ফোরকানের বিরুদ্ধে গত ২৬ জুন থেকে তদন্ত শুরু হয়৷ তার বিরুদ্ধে তদন্ত করেন তদন্ত কর্মকর্তা সত্যরঞ্জণ রায়৷