দৈনিকবার্তা-ঢাকা, ২৬ মার্চ: রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ৪৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পসত্মবক অর্পণের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন৷রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্মৃতিসৌধের পাদদেশে প্রথমে পুষ্পসত্মবক অর্পণ করেন৷ এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানান৷ এরপর তাঁরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন৷এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে এবং বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়৷
এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রিবর্গ, উপদেষ্টাগণ,সংসদ সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, মুক্তিযোদ্ধারা, বিভিন্ন দেশের কূটনীতিকগণ, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷ এরপর প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে সংগঠনের পক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান৷এছাড়াও স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পসত্মবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন৷পরে, রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শক বইতে স্বাক্ষর করেন৷
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন৷সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে তিনি রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পসত্মবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান৷পুষ্পসত্মবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন৷
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পসত্মবক অর্পণ করেন৷আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত,ড.মহীউদ্দীন খান আলমগীর ও অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন এবং প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন ও সতীশ চন্দ্র রায়, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরম্নল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন৷এছাড়া ডা. দীপুমনি, ড. হাছান মাহমুদ, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরম্ন, খালিদ মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট আফজাল হোসেন ও অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন৷এদিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীও ধানমন্ডীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পসত্মবক অর্পণের মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷
ঢাকা মহানগর আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন সামাাজিক-সাংস্কৃতিক সংগঠন এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে৷পরে প্রধানমন্ত্রী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তাঁর সরকারি বাসভবন গণভবনে একটি স্মারক ডাকটিকেট, একটি উদ্বোধনী খাম ও একটি ডাটা কার্ড অবমুক্ত করেন৷ অনুষ্ঠানে একটি বিশেষ সিলমোহরও ব্যবহার করা হয়৷বাংলাদেশ ডাকঘর ৪৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলৰে ওই স্মারক ডাক টিকেট, ১০ টাকা মূল্যের একটি উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যের ডাটা কার্ড ইসু্য করেছে৷প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আব্দুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী ও বাংলাদেশ ডাকঘরের মহাপরিচালক এ সময় উপস্থিত ছিলেন৷