দৈনিকবার্তা-গাজীপুর, ২৭ মার্চ: গাজীপুরে কালিয়াকৈরের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে গার্মেন্টস শ্রমিকদের কয়েকটি সংগঠন। গার্মেন্টস শ্রমিকদের ৪টি সংগঠন সম্মিলিতভাবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরের বোর্ডমিল এলাকায় শুক্রবার দুপুরে এ আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রেস্ট বিতরন করেন। ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র এর যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে কালিয়াকৈরের একশ’জন বীর মুক্তিযোদ্ধা ও শ্রমিক বান্ধব স্থানীয় ৪ সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্ত সাংবাদিকরা হলেন, দৈনিক ইত্তেফাকের কালিয়াকৈর সংবাদদাতা আশুতোষ পাল, অর্ধসাপ্তাহিক সুবানী পত্রিকার সম্পাদক ও কালিয়াকৈর প্রেসক্লাবে সভাপতি আইয়ুব রানা, বাংলাভিশন টিভি’র গাজীপুর জেলা প্রতিনিধি মীর মোঃ ফারুক, দৈনিক সকালের খবর পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি ও ম্যাজিক বাংলা (এমবি) টিভি’র গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম।
ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স এর কালিয়াকৈর উপজেলা শাখার আহবায়ক মোঃ আব্দুল মান্নান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কামন্ডার ডা: শাহাবুদ্দিন আহসান, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সারোয়ার আলম, গাজীপুর আইনজীবি সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট দেওয়ান মোঃ ইব্রাহীম, আয়োজক কমিটির সম্পাদক মোঃ জাহিদ হাসান প্রমুখ।