দৈনিকবার্তা-ঢাকা, ২০ এপ্রিল: বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে খুঁজে বের করতে অনুসন্ধান অব্যাহত রাখার নির্দেশ দিয়ে এ সংক্রান্ত জারি করা রুলের নিষ্পত্তি করেছে হাইকোর্ট।সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।আবেদনকারীর পক্ষে এ বিষয়ে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাস্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি এটর্নি জেনারেল বশিরউল্লাহ।
আদেশের পর ডেপুটি এটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, সালাহউদ্দিন আহমেদকে খুঁজে বের করতে অনুসন্ধান অব্যাহত রাখতে বলেছে আদালত। আগামী ছয় মাস প্রতি মাসের শুরুতে পুলিশকে এ বিষয়ে একটি প্রতিবেদন স্বরাস্ট্র সচিবের কাছে দাখিল করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী যেন অত্যন্ত গুরুত্বের সঙ্গে সালাহউদ্দিন আহমদকে খুঁজে বের করার প্রক্রিয়া চালায় এ বিষয়েও আদালত নির্দেশনা দিয়েছে। সালাহউদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে হাজির করার নির্দেশনা চেয়ে গত ১২ মার্চ তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। প্রাথমিক শুনানি শেষে সালাহউদ্দিনকে খুঁজে বের করে ১৫ মার্চ সকাল সাড়ে ১০টার মধ্যে কেন আদালতে হাজির করা হবে না- তা রুলে সংশ্লিষ্টদের কাছে জানতে চায় আদালত।
স্বরাস্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালক (ডিজি), ঢাকা মহানগর (ডিএমপি)পুলিশ কমিশনারসহ আটজনকে রিটে রেসপনডেন্ট করা হয়।আদালতের ওই আদেশ মেনে পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র্যাব, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখার (এসবি) পক্ষ থেকে আদালতে প্রতিবেদন পেশ করা হয়। তাদের প্রতিবেদনে বলা হয়, তাদের কেউ সালাহউদ্দিনকে গ্রেফতার বা আটক করেনি। তবে পুলিশ জানায় সালাহউদ্দিনকে খুঁজে বের করার চেষ্টা চলছে। গত ৯ এপ্রিল শুনানির পর আদালত আজ রিট নিষ্পত্তির আদেশ দেয়।বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা সালাহউদ্দিন আহমদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে ১১ মার্চ থেকে অভিযোগ করে আসছে তার পরিবার ও বিএনপি।