দৈনিকবার্তা-ঢাকা, ২৩ মে: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সত্যকে ধারণ করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচনার জন্য ইতিহাসবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন।মহান মুক্তিযুদ্ধের নানা অজানা তথ্য উদ্ঘাটনে ইতিহাসবিদদের নিরলসভাবে কাজ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘ইতিহাসে ইচছাকৃতভাবে তথ্য বিভ্রাট করা যাবে না।শনিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশ ইতিহাস পরিষদ’ আয়োজিত ৪৫তম বার্ষিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ইতিহাস পরিষদের সভাপতি জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান স্বাগত বক্তৃতা দেন। পরিষদের যুগ্ম-সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির ধন্যবাদ জ্ঞাপন করেন।উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রজ্ঞাবান ও সংবেদনশীল মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এদেশের ইতিহাসকে উপহাসে পরিণত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতিহাস সত্য না হলে সেটা ইতিহাস নয়। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তিনি অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, তরুণ প্রজন্মকে ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত হতে হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষক, গবেষক ও ইতিহাসবিদ এই সেমিনারে অংশগ্রহণ করেন।
Discussion about this post