দৈনিকবার্তা-ঢাকা, ২৫ মে: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শুরু হয়েছে। যুক্তিতর্ক মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে এ শুনানি চলছে।
বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।সোমবার শুনানির সপ্তম দিনে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছেন মুজাহিদের আইনজীবী এস এম শাহজাহান। এর আগে গত গত ২৯ এপ্রিল শুরু করে ১৮ মে পর্যন্ত ছয় কার্যদিবসে ট্রাইব্যুনালের রায় ও রায় সংক্রান্ত নথিপত্র ( পেপারবুক) পাঠ শেষ করেন তিনি। এরপর যুক্তিতর্কের সূচনা উপস্থাপন শুরু করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি মুজাহিদের বিরুদ্ধে ১ ও ৩ নম্বর অভিযোগের বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন।আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে ফের শুরু হবে রাষ্ট্রপক্ষের অসমাপ্ত যুক্তিতর্ক উপস্থাপন।
২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। পরে একই বছরের ১১ আগস্ট খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন মুজাহিদ। তবে সর্বোচ্চ সাজা হওয়ায় আপিল করেননি রাষ্ট্রপক্ষ।ট্রাইব্যুনালের পুরো রায়ের বিরুদ্ধে ১১৫টি যুক্তি নিয়ে আপিল করেন মুজাহিদ। ট্রাইব্যুনাল যেসব কারণে সাজা দিয়েছেন, তার আইনগত ও ঘটনাগত ভিত্তি নেই বলেও দাবি করেন তিনি। মূল আপিল ৯৫ পৃষ্ঠার, এর সঙ্গে ৩ হাজার ৮০০ পৃষ্ঠার ডকুমেন্ট দাখিল করা হয়েছে। মুজাহিদের বিরুদ্ধে আনা ৭টি অভিযোগের মধ্যে ৫টি প্রমাণিত হয়েছে এবং ২টি প্রসিকিউশন প্রমাণ করতে পারেননি বলে বলে ট্রাইব্যুনালের রায়ে উল্লেখ করা হয়েছে।
Discussion about this post