দৈনিকবার্তা-ঢাকা, ৩১ মে: মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ এর তথ্যকে ‘কাল্পনিক’ বলে আখ্যায়িত করা সেনাবাহিনী থেকে বহিঃস্কার হওয়া, রাজাকারের শিরোমণি ও বাংলাদেশের অশুভ’র প্রতীক কুখ্যাত রাজাকার গোলাম আযমের পুত্র আবদুলস্নাহিল আমান আযমীর প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ)৷
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক অধ্যাপক মুনতাসির মামুন ও মুক্তিযোদ্ধার সনত্মান সাংবাদিক অঞ্জন রায়ের প্রতি বিষোদগার করে কুখ্যাত রাজাকার গোলাম আযমের পুত্র আবদুলস্নাহিল আমান আযমী তার ফেইসবুক স্ট্যাটাসে মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ এর তথ্যকে কাল্পনিক বলে যে মিথ্যাচার করেছে তা-এ প্রজন্মের কাছে অগ্রহণযোগ্য, বিভ্রানত্মিকর ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করণ৷তিনি আরও বলেন, স্বাধীনতার ৪৩ বছর পরও স্বাধীনতাবিরোধীচক্র মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নতুন প্রজন্মকে ভ্রানত্মপথে প্রবাহিত করার ষড়যন্ত্র এখনও অব্যাহত রেখেছে৷
কবীর চৌধুরী তন্ময় বলেন, কুখ্যাত রাজাকার গোলাম আযম পুত্র স্বাধীনতাবিরোধী আবদুলস্নাহিল আমান আযমী শুধু মুনতাসির মামুন ও সাংবাদিক অঞ্জন রায়কে আঘাত করেনি সে মুক্তিযুদ্ধের চেতনাকেও আঘাত করেছে৷রাজাকারপুত্র আবদুলস্নাহিল আমান আযমী সহ মিডিয়া ও সোস্যাল মিডিয়াতে যারাই মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মিথ্যাচার করবে, যারাই প্রজন্মকে ভুল তথ্য প্রদানে ষড়যন্ত্র করবে; সরকারের উচিত্ তাদের ব্যাপারে দৃষ্টানত্মমূলক শাসত্মি নিশ্চিত করণ সহ মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ ভূমিকা গ্রহণ করা৷
Discussion about this post