দৈনিকবার্তা-ঢাকা, ১১ জুলাই ২০১৫: মুক্তিযোদ্ধা আইয়ুব খানের আত্মহননের ঘটনা তদন্তে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী এ তথ্য জানান। রিহ্যাবিলেটেশন অব স্কাই টাচ অ্যাসোসিয়েশনের (রোটাস) উদ্যোগে প্রেসক্লাবে হতদরিদ্র শিশুদের মাঝে ঈদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
মন্ত্রী তার আত্মহননের বিষয়ে দুঃখ প্রকাশ করে। তিনি বলেন, এই ঘটনার তদন্ত করছে সিআইডি। তদন্তে প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় বিচার হবে। মোজাম্মেল হক বলেন, মুক্তিযোদ্ধা আইয়ুব খান যে চিঠি লিখেছেন মুক্তিযোদ্ধা সচিবের বিরুদ্ধে, যে টাকা নিয়েছেন, গলা ধাক্কা দিয়ে তাকে বের করে দিয়েছেন, ইতোমধ্যে সরকারিভাবে তদন্তের জন্য সিআইডিতে সেই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে করা সই তার কিনা তা বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়েছে। অন্য সাক্ষ্যপ্রমাণও নেওয়া হচ্ছে। গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া এবং ইউনিট কমান্ড গঠন নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক সচিবের বিরুদ্ধে অর্থ নেওয়ার চিরকুট লিখে গত ৭ জুলাই রাজধানীর একটি হোটেলে আত্মহনন করেন মুক্তিযোদ্ধা আইয়ুব খান।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, হত্যাকাণ্ডের প্ররোচনা হিসেবে ৩০২/১০৯ ধারায় হত্যা মামলা করেছে সিআইডি। এছাড়া মন্ত্রণালয়ও বিষয়টি ক্ষতিয়ে দেখছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী হিসেবে এটা স্বাভাবিকভাবে নেইনি। তদন্তে কেউ দোষী সাবস্ত হলে বিচার হবে। মুক্তিযোদ্ধার আত্মহননের ঘটনায় দুঃখ প্রকাশ করে মন্ত্রী আইয়ুব খানের পরিবারের প্রতি সমবেনা এবং পরিবারের কেউ থাকলে তাদের আর্থিকভাবে সাবলম্বী করা হবে বলে আশ্বাস দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রোজী চৌধুরী।
Discussion about this post