দৈনিকবার্তা-ঢাকা, ২০ জুলাই, ২০১৫ : মুক্তিযোদ্ধা ও কৃষিবিজ্ঞানী ড. জহিরুল ইসলাম গতকাল রোববার বিকেলে কানাডার টরেন্টো বে ক্রেস্ট হাসপাতালের প্যালিয়াটিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন) । তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। চলতি সপ্তাহে অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ডেনফোর্থ অ্যান্ড ডনল্যান্ডসের মদিনা মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মুক্তিযোদ্ধা ড. জহিরের ইচ্ছা অনুযায়ী তার মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে। কানাডায় বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়াত মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করবে। জহিরুল ইসলাম কর্মজীবনে ধান গবেষণা ইনিস্টিটিউটের বিজ্ঞানী ছিলেন। ধান নিয়ে তিনি দেশে-বিদেশে গবেষণা করেছেন।
২০০১ সাল থেকে তিনি সপরিবারে টরেন্টোতে বসবাস করছিলেন। মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম ১৯৫১ সালের ২৯ আগস্ট কুমিল্লার মুরাদনগরের পাহাড়পুর গ্রামে জন্মগ্রহণ করেন।বাংলাদেশের মুক্তিযুদ্ধে গেরিলা লড়াইয়ের অন্যতম রূপকার ক্যাপ্টেন হায়দারকে নিয়ে ‘মুক্তিযুদ্ধে মেজর হায়দার ও তার বিয়োগান্তক বিদায়’ বইটির জন্য এ বছর তিনি আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরষ্কারে ভূষিত হন।
Discussion about this post