দৈনিকবার্তা-গাজীপুর, ০৯ আগস্ট ২০১৫: মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ধারণ ও লালনের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ শীর্ষক সবার জন্য আবশ্যিক বিষয়ে কলেজ শিক্ষকদের প্রথম ব্যাচের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম রবিবার সম্পন্ন হয়েছে। এ কর্মশালার ১৩তম দিন রবিবার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ বক্তব্য রাখেন। গাজীপুরের বোর্ডবাজারস্থিত বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, বিশ্বে সকল দেশের শিক্ষার্থীদের জন্য সে দেশের জাতীয় ইতিহাস পাঠ আবশ্যকীয়। সে বিবেচনায় ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ শীর্ষক একটি পূর্ণাঙ্গ কোর্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলা, বিজ্ঞান, ব্যবসা শিক্ষাসহ সকল শিক্ষার্থীদের জন্য অবশ্য পাঠ্য করা হয়েছে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস কোর্সটি পাঠদানকারী সকল কলেজ শিক্ষককে পর্যায়ক্রমে এর প্রশিক্ষণ কার্যক্রমের আওতাভুক্ত করা হবে।
সমাপনী দিনের কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে অধ্যাপক ড. আতিউর রহমান, জেনারেল কে. এম. সফিউল্লাহ, মফিদুল হক, অধ্যাপক ড. মাহবুবুল মোকাদ্দেম(আকাশ), ব্যারিস্টার আমীর-উল-ইসলাম, মুজাহিদুল ইসলাম সেলিম, কর্ণেল (অবঃ) শওকত আলী এমপি, ড. আনিসুজ্জামান, মোহাম্মদ জমির, লেঃ কর্ণেল (অব:) কাজী সাজ্জাদ আলী জহির, প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন, ড. কামাল হোসেন, অধ্যাপক সফিউদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মুনতাসীর উদ্দিন খান মামুন, অধ্যাপক শামসুজ্জামান খানসহ অন্যান্য বিশিষ্ট শিক্ষাবিদগণ বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য উপস্থাপন করেছেন।গত ২৮ জুলাই থেকে প্রথম ব্যাচের এই প্রশিক্ষণ কর্মশালা। এতে বিভিন্ন কলেজের ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ১২০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। আগামী ১০ আগষ্ট থেকে ২য় ব্যাচ-এর প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। একইভাবে আগামী নবেম্বর-ডিসেম্বর মাসে একই বিষয়ের উপর আরো দু’টি ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Discussion about this post