দৈনিকবার্তা-পটুয়াখালী, ৭ সেপ্টেম্বর: পটুয়াখালী শহরের ইট বাড়িয়া এলাকা থেকে ১৯৭১ সালে হত্যা, খুন, ধর্ষণ, অগি্নসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় ৫ যুদ্ধাপরাধীকে আটক করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ৷ রোববার রাতে ওই এলাকায় অভিজান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ী থেকে আটক করা হয়৷ আটকৃতরা হলেন, এসাহাক সিকদার, আঃ গনি হাওলাদার, আউয়াল মৌলভী, আঃ ছত্তার প্যাদা ও ছলেমান মৃধা৷ গ্রেফতারকৃতদের সবার বয়স ৭০ থেকে ৯০ বছরের মধ্যে৷ যদিও থানা পুলিশ আপাতত তাদেরকে রাষ্ট্রের বিরম্নদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে চলতি বছরের ৪ জানুয়ারি দায়ের হওয়া মামলায় আদালতে প্রেরণ করেছে৷ আদালত তাদেরকে জেলা হাজাতে প্রেরণ করেছে৷
পটুয়াখালী পুলিশের একটি সূত্র জানায়, ‘ গত কয়েকদিন পটুয়াখালীতে ১৯৭১ সালের মানবতা বিরোধী অপরাধ অনুসন্ধানে অনত্মর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ও তদনত্ম সংস্থা কাজ করছে৷ তাদের নির্দেশনা মোতাবেক ইট বাড়িয়া এলাকার ৫ জনকে আটক করা হয়েছে৷’ যাতে করে তারা পালাতে না পারে৷
উল্লেখ্য ১৯৭১ সালের পটুয়াখালী ইট বাড়িয়া এলাকায় পাকহানাদর বাহিনী প্রথম হামলা চালিয়ে ওই এলাকার বাড়ি ঘরে অগি্ন সংযোগ করে এবং নিরীহ মানুষকে হত্যা করে অর্ধশতাধীক নারী কে পটুয়াখালী সার্কিট হাউজে নিয়ে আটকে রেখে নির্যাতন করে৷
Discussion about this post