দৈনিকবার্তা- ঝালকাঠি, ২২ অক্টোবর ২০১৫: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ১৯৭৫ সালের পর স্বাধীনতাবিরোধী চক্র দীর্ঘ ২১ বছর দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র ও নব্য পাকিস্তান বানানোর চেষ্টা করেছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেই অবস্থান থেকে উত্তরণ ঘটেছে।
বৃহস্পতিবার ঝালকাঠিতে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাঙালী জাতি আজ মাথা তুলে দাঁড়িয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার চলছে, রায় কার্যকর হচ্ছে। বিষয়টি তাদের প্রভুরা সহজভাবে মেনে নিতে পারছে না। একটার পর একটা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার এমএ বায়েজীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়–য়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সুলতান হোসেন বিশেষ অতিথি ছিলেন। এর আগে মন্ত্রী জেলার নলছিটিতে তিন কোটি চল্লিশ লাখ টাকা ব্যয়ের একটি সাইক্লোন সেন্টার ও এক কোটি পঞ্চাশ লাখ টাকা ব্যয়ের একটি সড়ক নির্মাণের ভিত্তিফলক উন্মোচন করেন।
Discussion about this post