দৈনিকবার্তা-চট্টগ্রাম, ১৬ নভেম্বর ২০১৫: নগরীর পাঁচলাইশ থানায় গভীর নলকূপ বসানোর জন্য গর্ত খোঁড়ার সময় পাওয়া গেছে একটি রকেট লঞ্চার সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে থানা ভবনের পেছনে শ্রমিকেরা গর্ত খোঁড়ার সময় রকেট লঞ্চারটি উদ্ধার করে।রকেট লঞ্চারটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন বিশেষজ্ঞ দল। তারা বলছেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ অথবা মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, থানা ভবনের পেছনে টিনের ছাউনির সরকারি বাসার পাশের খালি জায়গায় গভীর নলকূপ স্থাপনের জন্য গর্ত খুঁড়ছিলেন শ্রমিকেরা।
তিনি জানান, মাটির তিন ফুট নিচে ধাতব বস্তুর অবস্থান টের পেয়ে শ্রমিকরা সাবধানে তা তুলে আনলে দেখা যায় এটি একটি রকেট লঞ্চার শেল যার দৈর্ঘ্য প্রায় এক ফুট। মরিচা ধরা শেলটি দুদিকে খোলা ছিল। নগর পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) সন্তোষ কুমার চাকমা দৈনিকবার্তা কে বলেন, পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত রকেট লঞ্চারটি অনেক পুরোনো। তবে ভেতরের বিস্ফোরকগুলোর কার্যক্ষমতা এখনো বিদ্যমান। তিনি জানান, লঞ্চারটি নিরাপদে উদ্ধার করে দামপাড়া পুলিশ লাইনে আনা হয়েছে। পুলিশের হেফাজতে বিশদ পরীক্ষা-নিরীক্ষার জন্য রাখা হয়েছে। এটি মুক্তিযুদ্ধ অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে।
Discussion about this post