দৈনিকবার্তা-ঢাকা, ১৪ ডিসেম্বর ২০১৫: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতকে অচিরেই নিষিদ্ধ করা হবে।তিনি সোমবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, এবারের শহীদ বুদ্ধিজীবী দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা স্বাধীনতা লাভের আগ মুহুর্তে জাতিকে মেধাশূন্য করতে যারা পাকিস্তানের দোসর হয়ে সুপরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেসব শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, রায়ও কার্যকর হয়েছে।তিনি বলেন, জাতি আজ কলঙ্কমুক্তির পথে আরো এক ধাপ এগিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব যুদ্ধাপরাধীর বিচার করা হবে।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতি যখন স্বাধীনতার দ্বারপ্রান্তে ঠিক তখন জাতিকে মেধাশূন্য করার জন্য পাকিস্তানী হানাদার বাহিনী তাদের এ দেশীয় দোসরদের সহায়তায় দেশের শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের হত্যা করে।এদিন প্রায় ৯৯১ জন শিক্ষাবিদ, ১৩ জন সাংবাদিক, ৪৯ জন চিকিৎসক, ৪২ জন আইনজীবী এবং ১৬ জন সাংস্কৃতিক শিল্পী ও প্রকৌশলীকে হত্যা করা হয়।
Discussion about this post