দৈনিকবার্তা-ঢাকা, ১৬ ডিসেম্বর ২০১৫: মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য বিজয় র্যালি করেছে বিএনপি। এর মধ্য দিয়ে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের দীর্ঘদিন পর রাজপথের কর্মসূচিতে দেখা গেল।বিজয় মিছিলে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় তারা জাতীয় পতাকাসহ বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন বহন করে।বুধবার বিকালে সোয়া ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি শুরু হয়। এতে নেতৃত্ব দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। র্যালিটি নয়াপল্টন থেকে নাইটিঙ্গেল মোড়, শান্তিনগর হয়ে মালিবাগ মোড় প্রদক্ষিণ শেষে আবার নয়াপল্টনে ফিরে আসে।
বিজয় র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক দাবি আদায়ে বিজয় র্যালি নতুন অধ্যায়ের সূচনা করবে।তিনি বলেন, অগণতান্ত্রিক পরিবেশে শাসরুদ্ধকর পরিস্থিতিতে’ দেশের মানুষ বিজয় দিবস উদযাপন করছে।গণতান্ত্রিক চেতনা নিয়ে যারা রাজনীতি করেন এ বিজয় তাদের সকলের। এই বিজয়কে আমাদের অর্থবহ করতে হবে। স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতা চিরকাল অক্ষুণ্ণ রাখতে হবে।
বিজয় র্যালীতে বিএনপির যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান, রুহুল কবির রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনসহ ঢাকা মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
Discussion about this post