বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মিত্রবাহিনীর সেনা কর্মকর্তা জেনারেল জেএফআর জ্যাকব আর নেই। বুধবার দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।জেনারেল জ্যাকব ১৯৭১ সালে ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের চিফ অফ স্টাফ। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম কমান্ডার ছিলেন এবং খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর রমনা রেসকোর্সে পাকিস্তানি সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সেনাপ্রধান আমির আবদুল্লাহ খান নিয়াজির আত্মসমর্পণের দলিলটি ছিল তাঁরই লেখা। পাকিস্তানিরা চাইছিল জাতিসংঘের হস্তক্ষেপ, কিন্তু জ্যাকব সেটা হতে দেননি। তিনি ঢাকায় নিয়াজির সঙ্গে আত্মসমর্পণ নিয়ে নেগোশিয়েট করতে তাঁর হেড কোয়ার্টারে গিয়েছিলেন।বাংলাদেশের মুক্তিযুদ্ধে জেনারেল জ্যাকবের অসামান্য অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশন। এই পরম মিত্রের মৃত্যুতে আমরা শোকাহত। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি।
Discussion about this post