নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, পাকিস্তান এখন বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ রপ্তানী করতে উঠে পড়ে লেগেছে। কারন বাংলাদেশকে এখন তারা অস্থিতিশীল করতে চায়।তিনি বলেন, কিছু মুক্তিযোদ্ধা রয়েছে যারা মুক্তিযোদ্ধা নামের কলংক। যারা জয়বাংলা শ্লোগান দেয়না, যারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে, যারা জামাত-বিএনপির সাথে ঘর করে তারা মুক্তিযোদ্ধা নামধারী ভেক।মন্ত্রী সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন আয়োজিত মহান বিজয় দিবসের ৪৫ বছর পূর্তি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ গাজী মোঃ দেলওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এইচ এন সমদ্দার হীরু এবং যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু।মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং বাংলার মাটিতে আলবদর-রাজাকারদের কবর রচনা না হওয়া পর্যন্ত মুক্তিযোদ্ধাদের দৃঢ় ঐক্য বজায় রাখতে হবে।তিনি বলেন, মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরণের আইন রয়েছে।মন্ত্রী বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তানি ১৯৫ জন যুদ্ধাপরাধীর কোন প্রতীকী বিচার নয়, তাদেরকে প্রকৃত বিচারের আওতায় আনা হবে।
Discussion about this post