নড়াইলের মানবতাবিরোধী মামলায় আব্দুল ওহাব ও ওমর আলী শেখকে গ্রেফতার দেখানোর পর সোমবার ঢাকায় কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তারা দুজনেই এলাকায় জল্লাদ নামে পরিচিত। নড়াইল কারাগার থেকে একটি মাইক্রোবাসে করে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে তাদের ঢাকার কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল কারাগারের জেলার এ কে এম মাসুম। এরআগে গত ৩ মে আন্তর্জাতিক অপরাধ ট্্রাইব্যুনালের প্রসিকিউশনের এক আবেদনের শুনানির পর বিচারপতি আনোয়ারুল হক এর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের মানবতাবিরোধী মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেয়।
আগামী ১৮ মে পরবর্তী আদেশের জন্য দিন রাখা হয়েছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। চলতি বছরের ২১ মার্চ তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তকারী কর্মকর্তা একাত্তরে নড়াইলের তুলারামপুরে হত্যার দুটি ঘটনায় তাদের সংশ্লিষ্টতার অভিযোগ পান। তারা ’৭৪-এর বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলায় গ্রেপ্তার হয়ে নড়াইল কারাগারে ছিলেন। আব্দুল ওহাবকে ২০১৫ সালের ১০ ডিসেম্বর রাতে সদর উপজেলার ফুলশ্বর গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয় এবং গত ২ ফেব্রুয়ারি ওমর আলী শেখকে (৬৫) গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। নড়াইল পৌরসভার বরাশুলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
Discussion about this post