মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-ে দ-িতজামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর তার নামাজে জানাযা পড়াবেন তারই ভাস্তিÍ জামাই স্থানীয় মাদরাসার সুপারিনটেন্ডেন্ট ক্বারী আহম্মদুল্লাহ। নিজামীর ভাতিজা আব্দুর রহিম খান মঙ্গলবার রাত পৌনে ১০ টায় এ তথ্য নিশ্চিত করেছেন। ইতোমধ্যে নির্ধারিত কবরস্থানসহ সংশ্লিষ্ট জায়গাগুলো পরিদর্শণ করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে আইন শৃংখলা রক্ষায় ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে নিজামীর নিজ এলাকা সাঁথিয়ায়।
নিজামীর ভাতিজা আব্দুর রহিম খান বলেন, নিজামীর নিজ এলাকা পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুর মাদরাসা মাঠে তার নামাজে জানাযা করার জন্য প্রশাসনের কাছে অনুমতি চেয়েছিলাম। তারা অনুমতি দিয়েছেন। তিনি বলেন, আতাইকুলা মাদরাসার সুপারিনটেন্ডেন্ট ক্বারী আহম্মদুল্লা মতিউর রহমান নিজামীর এই নামাজে জানাযা পড়াবেন। তিনি বলেন, ক্বারী আহম্মদুল্লাহ সম্পর্কে নিজামীর ভাস্তি জামাই। রাত ৯ টায় নিজামীর নিজ এলাকা সরেজমিন ঘুরে দেখা যায়, রাস্তাঘাট জনমানব শুন্য। অধিকাংশ দোকান পাট বন্ধ। দু‘একটি চায়ের দোকান খোলা রয়েছে। টেলিভিশনের পর্দার দৃষ্টি রয়েছে দোকানের জটলাধরা মানুষগুলোর। তারা উৎকন্ঠা ও উদ্বিগ¦ কখন নিজামীর ফাঁসির রায় কার্যকর হচ্ছে এমন তথ্য জান ও টিভির পর্দায় দেখার জন্য।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম রাত সাড়ে ৯ টায় উপজেলার ডাকবাংলোতে উপস্থিত হলে সার্বিক পরিস্থিনি নিয়ে কথা সংবাদ কর্মিদের সাথে। তিনি জানালেন, প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যখন যে নির্দেশনা আসছে, তখন সেই নির্দেশনার আলোকেই আমরা এগুচ্ছি। তিনি বলেন, নিজামীর লাশ আসার পর কোথায় জানাযা হবে, কোথায় তাকে দাফন করা হবে সেই জায়গাগুলো ইতোমধ্যেই পরিদর্শণ করেছি।
পাবনার পুলিশ সুপার আলমগীর কবির রাত ১০ টায় জানান, যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের বিভিন্œ স্তরের নিরাপত্তা কর্মি মোতায়েনের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ২ প্লাটুন বিজিবি নিজামীর নিজ এলাকায়ে মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, মৃত্যুর শেষ ইচ্ছে বাব-মায়ের পাশে করবস্থ হওয়া আর হলো না- জায়গার অভাবে। তাকে কবরস্থ করা হচ্ছে তার চাচাতো ভাই আব্দুল বাতেন খানের কবরের পাশে বলে জানিয়েছেন নিজামীর ভাতিজা আব্দুর রহিম খান। তবে রাত সাড়ে ১০টার দিকে সাঁথিয়া থানার ওসি নাসির উদ্দিন জানিয়েছেন কবর কাটা কোন নির্দেশনা এখনো পাইনি।
Discussion about this post