মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুন্সিগঞ্জ জেলার সাবেক কমান্ডার মোঃ রফিকুল ইসলাম বীর প্রতীকের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশন । মঙ্গলবার খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাপ্টেন (অবঃ) শাহবুদ্দিন আহমেদ বীর উত্তম ও সংগঠনের মহাসচিব মোঃ শাহজাহান কবির বীর প্রতীক এক যুক্ত বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুন্সিগঞ্জ জেলার সাবেক কমান্ডার মোঃ রফিকুল ইসলাম বীর প্রতীককে গত ২৮ শে নভেম্বর ২০১৬ ইং ে সোমবার গভীর রাতে গজারিয়া থানা এলাকায় একাত্তরের পরাজিত শক্তির দোষররা ও স্থানীয় সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের উপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে গুরুত্বর জখম করে।
আজকে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশন এর প্রতনিধিরা মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুন্সিগঞ্জ জেলার সাবেক কমান্ডার মোঃ রফিকুল ইসলাম বীর প্রতীককে কে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান । মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই এবং বর্তমান সরকারের কাছে আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য জোড় দাবি জানান তারা।
Discussion about this post