মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রমের আওতায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অনলাইনে আবেদনকারী ১৩৮ জন মুক্তিযোদ্ধার যাচাই বাছাই শুরু হয়েছে। শনিবার (২১ জানুয়ারী) উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি ও সমাজ কল্যান প্রতিমন্ত্রী ও নুরুজ্জামান আহমেদ এমপির সভাপতিত্বে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উক্ত কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আলম, মুক্তিযোদ্ধা সংসদের লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডার মেজবাহ উদ্দিন বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার মুক্তিযোদ্ধাদের সম্মান ও সচ্ছলতা বৃদ্ধির জন্য ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছেন। তিনি প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে সকলকেই নিষ্ঠা ও সচ্ছতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।
কালীগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হওয়ার জন্য অনলাইনে ১৩৮ জন আবেদন করেন। প্রথম দিন কাকিনা ও চলবলা ইউনিয়নের (১০+১৭)= ২৭ জন আবেদনকারীর মধ্যে (৪+১২)= ১৬ জনের যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। এসময় কাকিনা ইউনিয়নে (১০-৪)= ৬ জন এবং চলবলা ইউনিয়নের (১৭-১২)=৫জন আবেদনকারী অনুপস্থিত ছিলেন।
এই ১৬ জনের আবেদন পত্র যাচাই বাচাই করে ভারতে প্রশিক্ষন গ্রহনকারী মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আবেদন সঠিক বলে বিবেচিত হয়। মোট ২৭ জন আবেদনকারীর মধ্যে অনুপস্থিত ১১ জন, সঠিক ১ জন।
আবেদনকারীকে মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হওয়ার জন্য ৩ জন ভারতীয় তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাকে সহযোগী হিসেবে উপস্থিত করার নির্দেশনা রয়েছে। আবেদনে অনেকেই সহযোদ্ধা হিসেবে যে সকল ভারতীয় তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার নাম দিয়েছেন তাদের অনেকেই উপস্থিত ছিলেন না। উপস্থিত থাকলেও যাচাই বাচাই কমিটির নিকট হাজির হননি।
মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় কর্তৃক আবেদনকারী সাক্ষ্য হিসেবে সহযোদ্ধাদের ক্ষেত্রে বলা হয়েছে যে, যাদের সাক্ষী মিথ্যা হিসেবে প্রমানিত হবে, তাদের ২ বছরের জন্য সরকার প্রদত্ত ভাতা স্থগিতসহ সকল সুযোগ সুবিধা বন্ধ থাকবে। সেই সাথে আইনের আওতায় এনে শাস্তি অর্থাৎ জেল জরিমানা প্রদান করা হবে। সে কারনে সহযোদ্ধা হিসেবে যাদের নাম আবেদনে উল্লেখ করা হয়েছে, তাদের অধিকাংশই যাচাই বাছাই কমিটির সামনে উপস্থিত হননি।
অনেক আবেদন করলেও তাদের দাখিলকৃত দালিলিক প্রমানপত্র সঠিক হয়নি এবং ৩ জন সাক্ষীর অনুপস্থিতি ও সাক্ষীদের সাক্ষ্য সঠিক না হওয়ায় আবেদন পত্র গুলো বিবেচিত হয়নি।
কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্যরা হচ্ছেন মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডার রশীদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মহসীন আলী টুলু, জয়দেব চন্দ্ররায়, গোলাম মোস্তফা, রবিউল ইসলাম। এ সময় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।
মোঃ ইউনুস আলী,লালমনিরহাট প্রতিনিধি
Discussion about this post