১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের গণহত্যা ও যুদ্ধাপরাধের ওপর আলোকচিত্রের সমন্বয়ে ৭১টি স্মারক ডাকটিকিটসংবলিত উদ্বোধনী খাম অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ‘গণহত্যা ও যুদ্ধাপরাধ শিরোনামে একটি বিশেষ স্মারক ডাকটিকিট অ্যালবামের মোড়ক উন্মোচন করেন তিনি।মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসরদের গণহত্যা ও যুদ্ধাপরাধের আলোকচিত্র নিয়ে ৭১টি স্মারক ডাক টিকেট সম্বলিত উদ্বোধনী খাম অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একাত্তরের গণহত্যা ও যুদ্ধাপরাধের বিষয়ে প্রকাশিত স্মারক ডাক টিকেট ও অ্যালবামের ওপর একটি সংক্ষিপ্ত ভিডিওচিত্র মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হয় বলে জানান সচিব শফিউল আলম। এগুলো প্রকাশ করেছে ডাক বিভাগ। পরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।এ ছাড়া আজকের মন্ত্রিসভার বৈঠকে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস এবং ৬ এপ্রিলকে আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে পালন করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এ দুটি দিবসকে মন্ত্রিপরিষদ বিভাগের এ-সংক্রান্ত পরিপত্রের ‘খ’ ক্রমিকের অন্তর্ভুক্ত করার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়।