মুক্তিযোদ্ধা বিবেচনার বয়স পুনর্নির্ধারণ করে পরিপত্র জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।পরিপত্র অনুযায়ী, ১৯৭১ সালের ৩০ নভেম্বর ১২ বছর ৬ মাস হলে তিনি মুক্তিযোদ্ধা বলে বিবেচিত হবেন। বয়স সংশোধন করে বুধবার (১৭ জানুয়ারি) মন্ত্রণালয় এ সংশোধিত পরিপত্র জারি করেছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ।পরিপত্র অনুযায়ী, এখন থেকে মুক্তিযোদ্ধা বিবেচনার বয়স ১৯৭১ সালের ৩০ নভেম্বর কমপক্ষে ১২ বছর ৬ মাস হতে হবে। এর আগে গত বছরের ১৯ জুন জারিকৃত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী মুক্তিযোদ্ধা বিবেচনার নূন্যতম বয়স ১৩ বছর ছিলো।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিপত্র অনুযায়ী এখন থেকে মুক্তিযোদ্ধা বিবেচনার বয়স ৩০ নভেম্বর ১৯৭১ খ্রিস্টাব্দে কমপক্ষে ১২ বছর ৬ মাস হতে হবে।মুক্তিযুদ্ধকালীন ১৩ বছর বয়সের নিচের কেউ মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবে না জানিয়ে এর আগে পরিপত্র জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।ওই আদেশে বলা হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ওই বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত যেসব ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতার লক্ষ্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন।মুক্তিযোদ্ধা হিসেবে নতুনভাবে অন্তর্ভুক্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার বয়স ১৯৭১ সালের ২৬ মার্চ তারিখে নূন্যতম ১৩ বছর হতে হবে।