পাবনায় ৭১’এর মুক্তিযোদ্ধা পুনর্মিলনী ২০১৮ উপলক্ষে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদীয় পতাকা উত্তোলন, র্যালি, আলোচনাসভা ও তিনজন বীর মুক্তিযোদ্ধা কে সন্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এ কর্মসুচিতে অংশ নেন প্রায় দুই শতাধিক ভারতীয় সনদ প্রাপ্ত প্রকৃত মুক্তিযোদ্ধা সহ মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের সন্তানেরা।
শনিবার বেলা সাড়ে ১১ টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড কার্যালয় চত্বরে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদীয় পতাকা উত্তোলন করে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড কার্যালয় চত্বরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডঃ সাইফুল আলম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রখ্যাত শ্রমিক নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়াজিউদ্দিন খান। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন সন্টু, বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রব পাকন, বীর মুক্তিযোদ্ধা ও কুষ্টিয়া জেলা বার সমিতির সাধারণ সম্পাদক এ্যাড জহুরুল ইসলাম। আলোচনা সভা সঞ্চালনা করেন এ্যাডঃ কনিকা জাহান। আলোচনা সভার শুরুতের ৭১ এর মুক্তিযুদ্ধে শহীদের স্মৃতির প্রতি সস্মাননা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট দাড়িয়ে নিরাবতা পালন করা হয়। অনুষ্ঠানে সন্মাননা স্মারক গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা ওয়াজিউদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন সন্টু ও বীর মুক্তিযোদ্ধা ্এ্যাড ঃ গোলাম হাসনায়েন।