মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ, যুদ্ধাহত ও জীবিত মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করে পাবনায় স্বাধীনতা স্কোয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেড ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক, মুজিব বাহিনীর সদস্য অঞ্জন চৌধুরী পিন্টু এই ফলক উন্মোচন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত জানান, পৌর মেয়র কামরুল হাসান মিন্টু। এ সময় অনুষ্ঠানে পাবনা প্রেসক্লাব সভাপতি প্রফেসর শিবজিত নাগ, চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারোফ হোসেন, ইউনিভার্সাল গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেনসহ বীরমুক্তিযোদ্ধা এবং নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে শুরু হয় ‘মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্মরণে স্বাধীনতা স্কয়ার’ এর নির্মাণ কাজ।