প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের মধ্যে আর্থিক সহায়তা দিয়েছেন। প্রধানমন্ত্রী আজ বিকেলে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ১৮টি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।
গত ২১ নবেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাদের পরিবার ও উত্তরাধিকারীদের এক আবেদনের প্রেক্ষিতে এই আর্থিক সহায়তা দেয়া হয়।
আর্থিক অস্বচ্ছলতার কারণে গৃহনির্মাণ এবং চিকিৎসা ও তাদের ছেলে-মেয়েদের শিক্ষার ব্যয়ভার নির্বাহের জন্য তারা প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহায়তার আবেদন করেছিলেন। পরে প্রধানমন্ত্রী তাঁর ত্রাণ ও কল্যাণ তহবিলে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড প্রদত্ত অনুদান গ্রহণ করেন। ব্যাংকের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান প্রধানমন্ত্রীর কাছে এই টাকার একটি চেক হস্তান্তর করেন।