মুক্তিযুদ্ধ করেননি- তবে মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন- এমন ৩১০৭ জন ‘ভুয়া মুক্তিযোদ্ধার’ সনদ বাতিল করেছে সরকার। বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শনিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান তিনি। সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। আ ক ম মোজাম্মেল হক বলেন, গেলো দশ বছরে বাদ পড়েছেন, এমন চার হাজার একশ’ ৮৮ জন মুক্তিযোদ্ধার নাম গেজেটভুক্তির জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে।
তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের ডিজিটাইজেশন তথ্যের ডাটাবেজ সংরক্ষিত আছে। ডাটাবেজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-বিসিসির ডাটা সেন্টারে সংরক্ষিত আছে। মুক্তিযোদ্ধাদের ডিজিটাল পরিচয়পত্র প্রদানের পরিকল্পনা নেয়া হয়েছে। তিনি বলেন, ডিজিটাল আইডি কার্যক্রম প্রক্রিয়াধীন। শিগগিরই একদিনে একযোগে ডিজিটাল সার্টিফিকেট বা পরিচয়পত্র প্রদান করা হবে।