জামালপুরের দেওয়ানগঞ্জে এক মুক্তিযোদ্ধার লাশ আখক্ষেত থেকে উদ্ধার করেছে এলাকাবাসী। তার নাম নুরুল ইসলাম হিরু মিয়া (৬৫)। তাঁর পিতা আব্দুল ওয়াহেদ। ঠিকানা খড়মা পশ্চিম ভাটিরপাড়া পৌর এলাকা। মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট খাইরুল ইসলাম বলেন, গতকাল বিকেলের দিকে সে বাড়ি থেকে বের হয়ে মোলমগঞ্জ বাজারে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি। বাড়ির লোকজন এবং এলাকাবাসী তাকে অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পায়নি। আজ ১৬ জুলাই সকাল ৮টায় পার্শ্ববর্তী আখক্ষেত থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তিনি বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে মৃত্যুবরণ করতে পারেন। তার বাড়ির আশপাশে বন্যার পানি। পানিতে ডুবেই সম্ভবত তিনি মারা গেছেন। এ ছাড়া অন্য কোনো কারণ দেখছেন না তারা। আজ বাদ জোহর রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান দেওয়ানগঞ্জ ইএনও সুলতানা রাজিয়া।
Discussion about this post