প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দুই ছেলেসহ জেলার নগরকান্দা ও সালথা আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আবু শহীদ মিয়ার স্ত্রী মোসাম্মাৎ দেলোয়ারা বেগম। আজ শনিবার বেলা ১১টার দিকে ফরিদপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে দেলোয়ারা বেগমের পক্ষে তার ছেলে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য ও যুমনা গ্রুপের পরিচালক অ্যাডভোকেট মো. জামাল হোসেন মিয়া লিখিত বক্তব্য পড়ে শোনান।
লিখিত বক্তব্য বলা হয়, নগরকান্দা ও সালথা উপজেলার ত্যাগী ও পরীক্ষিত আওয়ামী লীগ পরিবার হিসেবে আমরা এলাকায় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করছি। এই জন্য দলের দুঃসময়ে বিভিন্ন ধরনের হামলা ও মামলার শিকার হয়েছি। আমার প্রয়াত স্বামী আবু শহীদ মিয়া একজন মুক্তিযোদ্ধা ও তালমা ইউনিয়নে দীর্ঘদিন নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। সেই ধারায় আমার দুই ছেলে জামাল হোসেন ও কামাল হোসেন নগরকান্দা ও সালথায় ত্যাগী ও পরীক্ষিত তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। তাদের জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে শাহদাব আকবর চৌধুরী ওরফে লাবু চৌধুরী এবং বিএনপি ও জামাতের থেকে আসা আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের সাথে নিয়ে একের পর এক হামলা ও মামলা দিয়ে আমাদের হয়রানি করে চলেছেন। একই সাথে আমার দুই ছেলের সাথে থাকা দুর্দিনের পরীক্ষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি-ঘড় ছাড়া করছে।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, মানবতার নেত্রী ও প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এখন জীবনের নিরাপত্তা দিয়ে বাঁচানোর মালিক একমাত্র আপনি। লিখিত বক্তব্য একই সাথে তিনি ফরিদপুরের সুদক্ষ জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে জেলা পরিষদের সদস্য কামাল হোসেন মিয়া, তালমা আওয়ামী লীগের সভাপতি তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক সিরাজ খলিফা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস শেখ ও সাব্বির সরদারসহ নগরকান্দা ও সালথার বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Discussion about this post