মতিউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা। বাড়ি শেরপুরের ঝিনাইগাতি উপজেলায়। এ বীর মুক্তিযোদ্ধার বসত বাড়ি আজ জবরদখলের মুখে। স্হানীয় মহিলা মেম্বার রিনা পারভীন ও তার স্বামী বাবুল তার বাড়ির জমিতে রাতারাতি ঘর তুলে দখল করার চেষ্টা করছে। মতিউর রহমানের দুই ছেলে একজন নৌবাহিনী তে ও একজন বাংলাদেশ পুলিশে চাকরি করেন। একমাএ মেয়ে প্রাইমারি স্কুলের শিক্ষক। পেশাগত কারনে ছেলে মেয়ে ব্যস্ত থাকায় বৃদ্ধ মতিউর রহমানকে একপ্রকার হুমকি দিয়ে জমি দখল করার চেষ্টা করছে। স্হানীয় প্রশাসনের কাছ থেকে তেমন কোন সহযোগিতা তিনি পাননি। ইউনিয়ন চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁনের কাছেও নালিশ জানান। তার পরামর্শে কোর্টে মামলা করেছেন মুক্তিযোদ্ধা মতিউর। জমিতে যে কোন কার্যক্রমের স্হগিত আদেশ দিয়েছে কোর্ট।
যে মুক্তিযোদ্ধা দেশ মাতৃকাকে দখলমুক্ত করতে একদিন যুদ্ধ করেছিলেন জীবনবাজি রেখে। তার চল্লিশ বছরের দলিল কৃত জমি স্বাধীন দেশে দখল করতে চায় দুষ্কৃতিকারীরা। তার ছেলেরা বাড়ি আসতে পারেনা হুমকি দিচ্ছে বাড়িতে আসলে মামলায় জড়িয়ে চাকুরী হারা করবে। মতিউর রহমান ভয়ে থাকেন কখন তার উপরে হামলা হয়। জীবনের এই পড়ন্ত বেলায় মুক্তিযোদ্ধা মতিউর রহমানের আকুতি সরকার ও প্রশাসন তার বসতভিটা দখলের হাত থেকে রক্ষা করবেন।
Discussion about this post