করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা-১০ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান জাতীয় পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা এটিএম আলমগীর মারা গেছেন। তিনি ওই আসনের ৯১-৯৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। সোমবার (৩ আগস্ট) রাত ৯টায় ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক এই সংসদ সদস্যের ছোট ভাই মনোহরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামাল হোসেন বুলু।
তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় মনোহরগঞ্জের ঝলমে নিজ বাড়িতে ঢাকার আল রশিদ ফাউন্ডেশন তার দাফন প্রক্রিয়া সম্পন্ন করবে। এর আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য তাকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তার মৃত্যু হয়।
Discussion about this post