শেখ আবু নাসের বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র ছোট ভাই। ১৫ আগষ্ট ১৯৭৫ সালে তিনি বঙ্গবন্ধুর পরিবারের সাথে ঘাতকের আঘাতে নির্মম ভাবে শহীদ হন। ১৯৭১ সালে যখন বঙ্গবন্ধু পাকিস্তানে আটক অবস্হায় ছিলেন। তখন শেখ নাসেরের সকল ব্যবসা ধ্বংস করে দেয় পাকিস্তান আর্মি। এক বস্ত্রে ভারতে ৯নং সেক্টরের হেড কোয়ার্টার ২৪ পরগনা টাকি গাঙ্গুলী বাড়িতে নিয়ে যান তার ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাদ। ঐখানে একমাস একসাথে থাকার ও দেখাশোনা করার সৌভাগ্য হয়েছিল পরবর্তী ৯নং সেক্টর বৃহত্তর বরিশাল সাব সেক্টর টু আই সি আব্দুল হক বীরবীক্রম এর।
১৯৭১ সালের ২৪ শে জুন শেখ নাসের কে নিয়ে সেখানে যান। ঐ এক মাসের স্মৃতি চারণ করেন এই বীর মুক্তিযোদ্ধা। আব্দুর রব সেরনিয়াবাদ ও আব্দুল হক বীরবীক্রমের বাড়ী বরিশাল জেলার একই থানা গৌরনদীতে হওয়ায় তাকে স্নেহ করে শেখ নাসেরের দেখাশুনার দায়িত্ব দেন। শেখ নাসেরের কথা বলতে গিয়ে বললেন অমায়িক ব্যবহার ছিল তার। কম কথা বলতেন। সারাদিন রেডিওতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খবর শুনতেন। যুদ্ধের অগ্রগতি জানতে চাইতেন। বঙ্গবন্ধুর জন্য দুশ্চিন্তায় ছিলেন। তার স্ত্রী সন্তান রা বাংলাদেশে ছিল। সে জন্যও চিন্তা করতেন। আব্দুল হক বীরবীক্রম তাকে চাচা ডাকতেন। শেখ নাসের ও তাকে অত্যন্ত স্নেহ করতেন। তার খাওয়া দাওয়া ঘুম গোসল সব কিছু ঐ বীর মুক্তিযোদ্ধা দেখভাল করেছেন। প্রতিবেলায় শেখ নাসের তাকে একসঙ্গে নিয়ে খেতেন।
১৯৭১ সালের ৬ ই আগষ্ট আব্দুর রব সেরনিয়াবাদ ৯ নং সেক্টর পরিদর্শন করেন ও তাকে সেখান থেকে নিয়ে যান।
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাএ চাচা শেখ আবু নাসের বঙ্গবন্ধুর রাজনৈতিক ছায়া সঙ্গী ছিলেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক ও পারিবারিক সহযোগি হিসাবে কাজ করে গেছেন আমৃত্যু।
Discussion about this post