লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন। রবিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার পূর্ব বেজগ্রামে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে বিকালে উপজেলার পূর্ব বেজগ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্কি রেখে যান তিনি।
জালাল উদ্দিনের মুক্তিযোদ্ধা হিসাবে ভারতীয় তালিকা নম্বর-৪৩৪৯০, বেসামরিক গেজেট নম্বর-৬৫৯, মুক্তিবার্তা নম্বর-৩১৪০২০০১৩ এবং মন্ত্রণালয়ের সনদ নম্বর- ১৪৯৭০২। মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের জানাজার নামাজে অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন, টংভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম হোসেন, সিঙ্গীমারি ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও টংভাঙ্গা কমান্ডার নুরুল আমিন।
Discussion about this post