ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট বীর মুক্তিযোদ্ধা নুরুল হক মোল্যাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার যোহর নামাজের পর উপজেলার কুচিয়াগ্রাম ঈদগা ময়দানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান ও থানা পুলিশের একটি চৌকস দল এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেয়। এরপর মরহুমের জানাজা হয়। পরে সেনা বাহিনী কর্তৃক গার্ড অব অনার শেষে তাকে কুচিয়াগ্রাম ঈদগাহ কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
নুরুল হক মোল্যা মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের চান্দড়া গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ফরিদপুর-১ আসনের জনপ্রিয় আওয়ামী লীগ নেতা, দৈনিক ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলন গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Discussion about this post