ঠাকুরগাঁওয়ের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সস্তারাম সিংহ’র মেয়ে পূরবী রাণীকে (৩১) বাসা থেকে জোর করে তুলে নিয়ে বেধড়ক মারধর, শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। প্রতিবেশী জগদিশসহ তার তিন ভাই ও ছেলের বিরুদ্ধে এ অভিযোগ করে ভূক্তভোগী পরিবার। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হরিহরপুর গ্রামে এঘটনা ঘটে।
এ ঘটনায় বোনকে বাঁচাতে গিয়ে আহত হয় পূরবী রাণীর ছোট ভাই নিরেন রায়। পরে পুলিশ খবর পেয়ে আহত অবস্থায় পূরবী রাণী ও তার ভাইকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
পূরবী রাণী জানায়, তার মুক্তিযোদ্ধা বাবার মৃত্যুর পর থেকেই তাদের বসত বাড়ির দেড় কাঠা জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে প্রতিবেশী জগদিশ রায়ের। বিভিন্ন সময় জগদিশ তাকে হয়রানি করে আসছে। সর্বশেষ গত বৃহস্পতিবার দুপুরে বাসা থেকে জোর পূর্বক টেনেহিচড়ে বের করে তার ওপর হামলা চালানো হয় এবং ধর্ষণচেষ্টা করে জগদিশসহ আরো বেশ কয়েকজন। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে বাঁচাতে ছোট ভাই নিরেন এগিয়ে এলে তাকেও বেধড়ক মারধর করে জগদিশ।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের ধরার চেষ্টা চালানো হয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায় হামলাকারীরা । পরে আহত অবস্থায় পূরবী ও নিরেনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। সদর থানার পরিদর্শক তদন্ত গোলাম মর্তূজা বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ আসামিদের ধরতে কাজ করছে পুলিশ। এঘটনায় সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Discussion about this post