সোনাগাজীর সুলাখালি ও ছাড়াইকান্দি গ্রামের দৌলত চৌধুরী দীঘির পাড়ে অবস্থিত শত বছরের পুরনো গণকবরস্থান রক্ষার দাবি এলাকাবাসীর। এই দাবিতে আজ রবিবার দুপুরে গণকবরস্থানের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয়রা।
মানববন্ধন শেষে গণকবরস্থান রক্ষা কমিটির সভাপতি মো. কায়েস চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, গণকবরস্থান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নুরুল আলম শিমুল, মুক্তিযোদ্ধা আমিন উল্লাহ, মো. সালাউদ্দিন চৌধুরী, করিম উল্ল্যাহ খন্দকার, মো. আরিফুল ইসলাম, কুলছুম বেগম ও মোহাম্মদ রবিন মিয়া।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একটি ভূমিদস্যু চক্র শত বছরের পুরনো এ গণকবরস্থানটিতে দেয়াল তৈরি করে জবর দখল করে নিচ্ছে। এখানে অন্তত ৫০/৬০ জন মুক্তিযোদ্ধার কবর রয়েছে। আমরা প্রশাসনের নিকট দাবি জানাই ভূমি দস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গণকবরস্থানটি দখল মুক্ত করা হোক।
Discussion about this post