মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব জিয়াউদ্দিন তারিক আলী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বেলা ১১টায় শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পর তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার বয়স হয়েছিল ৭৫ বছর। মুক্তিযুদ্ধ জাদুঘরের কিউরেটর রফিকুল ইসলাম এসব তথ্য জানান।
সোমবার বিকালে তারিক আলীর মরদেহ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে নেওয়া হয়। সেখানে ট্রাস্টি ও জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীরা সীমিতপরিসরে শ্রদ্ধা নিবেদন করেন। বাদ আসর জিয়াউদ্দিন তারিক আলীর মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
একাত্তরের যে গানের দল বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছে, সেই দলের সদস্য ছিলেন তারিক আলী। মুক্তিযুদ্ধ জাদুঘর গড়ে তোলার পেছনে তার নিরলস শ্রম ছিল। তিনি রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ও ছায়ানটের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি ছিলেন তিনি।
জিয়াউদ্দিন তারেক আলীর মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোকবার্তায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তার অবদান স্মরণ করেছেন। তার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানিয়েছেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে।
Discussion about this post