সুনামগঞ্জে মুক্তিযুদ্ধের সংগঠক আছদ্দর আলী চৌধুরী স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সংগঠক আছদ্দর আলী চৌধুরী ছিলেন একজন নির্লোভ, নিরহংকারী, সাদামাটা জীবনের অধিকারী অসাম্প্রদায়িক চেতনার একজন রাজনীতিবিদ। একাত্তরের যাঁরা মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেছিলেন তিনি ছিলেন তাঁদের একজন। তার আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়ে তার জীবনের নানা দিক নিয়ে রচিত গ্রন্থ বিশেষ ভূমিকা রাখবে।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম, ক্রীড়া সংগঠক অ্যাডভোকেট নানু মিয়া, অ্যাডভোকেট সালেহ আহমদ, কবি ইকবাল কাগজী, লেখক সুখেন্দু সেন হারু, প্রয়াত আছদ্দর আলী চৌধুরীর ছেলে সাহেদ চৌধুরী আশরাফ হোসেন লিটন, অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, মোজামমেল হক মুনিম, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি শাহজাহান চৌধুরী প্রমুখ। সাংবাদিক রনেন্দ্র তালুকদার পিংকু ও শামস শামীম স্মারকগ্রন্থটি সম্পাদনা করেছেন।
Discussion about this post