নাটোরের বহুল আলোচিত বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আয়নাল হক হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। খালাস পেয়েছেন ১১ জন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন তোরাফ ও শামীম। আজ সোমবার সকালে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দিক এ রায় ঘোষণা করেন।
২০০২ সালের ২৯ মার্চ বড়াইগ্রামের বনপাড়া বাজারে প্রকাশ্যে হত্যাকাণ্ডের শিকার হন মুক্তিযোদ্ধা ডা. আয়নাল হক। তাকে পিটিয়ে ও অস্ত্রের আঘাতে জর্জরিত করে ফেলে রাখা হয়। মূলত রাজনৈতিক প্রতিহিংসার বশে হত্যাকাণ্ডের শিকার হন তিনি।
ঘটনার পর আয়নাল হকের পুত্রবধূ নাজমা রহমান বাদী হয়ে মোট ১৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে চারজন মারা গেছেন।
Discussion about this post