মহান বিজয়ের মাসে আরেকটি বিজয়ের হাসি মুখে নিয়ে “বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম সমবায় সমিতি লিমিটেড” এর শুভ উদ্ভোদনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে। শুক্রবার ২৫-ডিসেম্বর-২০২০ বিকাল ৩ ঘটিকায় ঢাকার মিরপুর-১৪ তে অবস্থিত সমিতির অস্থায়ী কার্যালয়ে নেতৃস্থানীয় স্বনামধন্য বীর মুক্তিযোদ্ধা, সমবায় অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তা ও সমাজের বিভিন্ন স্তরের প্রতিষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা সন্তানরা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত সরকারী দ্বায়ীত্বশীল কর্মকর্তা সমিতির প্রয়োজনে যেকোন সহযোগিতা করার আশ্বাস দেন। সভায় বীর মুক্তিযোদ্ধা সন্তানদের পাঁচটি সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন। এসময় তারা সদস্য হওয়াসহ সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সমিতির উদ্যোক্তা মুহাম্মদ শহীদুল ইসলাম তার বক্তব্যে বলেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাস্ট্রের আসনে বসতে পিছিয়ে থাকা বীর মুক্তিযোদ্ধা পরিবারের অর্থনৈতিকভাবে সাবলম্বী অর্জন, বেকারত্ব হ্রাসকল্পে কর্মসংস্থান সৃষ্টি, উদ্দোক্তা তৈরী এবং সেই সাথে সমাজ সেবাও প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। পরবর্তীতে সমিতির দাপ্তরিক কার্যক্রম শুরু, দোয়া অনুষ্ঠান ও মিষ্টিমুখসহ খাবার পর্বের মাধ্যমে সমিতির প্রথম সাংগঠনিক সভা সমাপ্তি ঘোষণা করা হয়।
Discussion about this post