বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন আর নেই। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ গ্রামের মরহুম হাফেজ আহমদের প্রথম পুত্র বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন-গুণগ্রাহী এবং মুক্তিযুদ্ধের সহযোদ্ধা রেখে গেছেন।
জানা যায়, গত ২৮ মার্চ করোনা পজিটিভ হওয়ায় মো. সাহাবুদ্দিনকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর কিছুটা সুস্থ হলে চিকিৎসকের পরামর্শে বাসায় নিয়ে আসা হয়। সম্প্রতি অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে পুনরায় নগরীর ডেল্টা হাসপাতাল ভর্তি করানো হয়। এর পর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত ২০ এপ্রিল করোনার নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ রিপোর্টও আসে। করোনামুক্ত হওয়ার পর নানা জটিলতা ও বার্ধক্যজনিত কিছু সমস্যায় ভুগছিলেন তিনি।
মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ জানান, দুপুর দুইটায় নগরীর মোহাম্মদপুর সোসাইটিতে মরহুমের প্রথম জানাজা ও শ্রদ্ধা নিবেদন করা হয়। সন্ধ্যা ৭টায় গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
Discussion about this post