একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় পটুয়াখালীর ইসহাক সিকদারসহ পাঁচ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল এই রায় দেন। এর আগে সকাল পৌনে ১১টার দিকে এই মামলার রায় পড়া শুরু হয়। ১৫৯ পৃষ্ঠার এই রায়ের প্রথম অংশ পড়ছেন বিচারপতি আবু আহমেদ জমাদার। রায় পড়ার সময় ট্রাইব্যুনালের কাঠগড়ায় পাঁচ আসামি উপস্থিত ছিলেন। এর আগে গতকাল রোববার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার এ দিন ধার্য করেন।
মামলার বাকি আসামিরা হলেন- আবদুল গনি, মো. আউয়াল, মো. আব্দুস সাত্তার প্যাদা ও সোলায়মান মৃধা। ২০১৭ সালের ৮ মার্চ ওই পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ১৫ নারীকে ধর্ষণ, আটক, নির্যাতন, অপহরণ, লুটপাট ও অগ্নিসংযোগের ছয়টি অভিযোগ রয়েছে। এ মামলার তদন্ত শুরু হয় ২০১৪ সালের ২৫ নভেম্বর।
২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ১ অক্টোবর তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।