অসচ্ছল মুক্তিযোদ্ধারা ১৫ লাখ টাকায় বাড়ি পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক এমপি।তিনি আজ (১৪ সেপ্টেম্বর শুক্রবার) বিকেলে শেরপুরের নালিতাবাড়ীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, আমরা প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে একটি বাড়ি নির্মাণ করে দেব এবং কেবলমাত্র অসচ্ছল মুক্তিযোদ্ধাগণ এ সুবিধা পাবেন।এ জন্য সরকার এ বছর ২ হাজার ২শ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।আমরা আশা করছি, উপজেলা ভিত্তিক বরাদ্দ এ মাসের মধ্যেই পেয়ে যাবেন।বিতর্কিত মুক্তিযোদ্ধাদের বিষয়ে স্থানীয় মুক্তিযোদ্ধাদের প্রশ্নের আলোকে তিনি বলেন, উপজেলায় যাচাই-বাছাইয়ে যারা বাতিল হয়েছেন, তারা কোন অবস্থায়ই মুক্তিযোদ্ধা ভাতা পাবেন না। উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে এ সভায় প্রধান বক্তার বক্তব্যে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, যদি কেউ কিছু করে থাকে সেটা আওয়ামী লীগের সরকার, বঙ্গবন্ধুর সরকার, শেখ হাসিনার সরকার করেছে।