সরকারি চাকরিতে নিজেদের জন্য ৩০ শতাংশ কোটা পুনর্বহালসহ ছয় দফা দাবিতে আজ শুক্রবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম’ ব্যানারে বিকেল ৫টার দিকে প্রায় ২০০ বিক্ষোভকারী সড়ক অবরোধ করেন। এর ফলে রাজধানীর এ গুরুত্বপূর্ণ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ৮টার দিকেও কয়েকশ আন্দোলনকারী শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ‘মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাঁই নাই’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘কোটা কোটা কোটা চাই, ৩০ পার্সেন্ট কোটা চাই’ স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভকারীদের দাবির মধ্যে রয়েছে, জাতির পিতা, তার পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধাদের অবমাননাকারীদের শাস্তি, রাজাকারদের সম্পদ বাজেয়াপ্ত, তাদের সন্তানদের সরকারি চাকরির জন্য অযোগ্য ঘোষণা ও যারা চাকরিতে আছেন তাদের বরখাস্ত, মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও তাদের পরিবার রক্ষায় আইন প্রণয়ন এবং সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের বয়সসীমা আনুপাতিকভাবে বাড়ানো।