পিরোজপুরের নাজিরপুরে মুক্তিযোদ্ধা আলাউদ্দিন বাহাদুরকে (৮০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রোববার (২৬ জুলাই) খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি —–রাজেউন)। তার জানাযায় যোগদেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা সর্বকালের শ্রেষ্ঠ সন্তান। তারা দেশ রক্ষার জন্য বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মুক্তিযোদ্ধাদের কাছে আমরা চির ঋণী।
রোববার বাদ আছর উপজেলার কলারদোয়ানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যদা শেষে কলারদোয়ানিয়া গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহনেওয়াজ, উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) ফাহমি সায়েফ, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম মনির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আ. লতিফ প্রমুখ। মুক্তিযোদ্ধা আলাউদ্দিন উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা রেখে গেছেন। তার পুত্র অনিস উদ্দিন বাহাদুর মিঠু জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও জোনের এডিসি হিসাবে কর্মরত আছেন।
Image Courtesy : Banglanews24
Discussion about this post